মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হাটহাজারীর উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলম উপজেলা পর্যায়ে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় জাতীয় শুদ্ধাচার পুরষ্কার ২০২৩ সম্মাননা পেয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।
রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় সকলের উপস্থিতিতে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলমের হাতে জাতীয় শুদ্ধাচার পুরষ্কার তুলে দেন।
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (ব্যবস্থাপনা বিভাগ) এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রেডিং থেকে ডেভেলপমেন্ট ফাইনান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা ৩৩তম বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগ পাওয়া শাহিদুল আলম গত ২০২১ সালের ১১ জুলাই রবিবার হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে যোগদান করেন। এরমধ্যে তিনি বিসিএস প্রশাসন একাডেমির রেক্টরে একান্ত সচিব হিসেবে বদলি আদেশাধীন রয়েছেন বলে সূত্রে জানা গেছে।
শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়া মো.শাহিদুল আলম হাটহাজারীতে কাজের সুবাদে এ পুরস্কার পাওয়ায় হাটহাজারীর সকল সাধারণ মানুষের প্রতি এ পুরস্কার উৎসর্গ করেছেন।
দৈনিক দেশতথ্য///এস//

Discussion about this post