Print Date & Time : 17 July 2025 Thursday 7:11 pm

জানুয়ারীতে মুক্তি পাবে শাহরুখের পাঠান

২০২৩ সালের ২৫ জানুয়ারি বড়পর্দায় দেখা যাবে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ মুভি। হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবিটি। ‘জিরো’ ছবিতে ২০১৮ সালে শাহরুখকে শেষবার দেখা গিয়েছিল। এর প্রায় চার বছর পর আবারো বড়পর্দায় শাহরুখকে দেখা যাবে।

আসন্ন সিনেমা ‘পাঠান’-এর ট্রেলর শো আপ হয়েছে কিং খানের জন্মদিনে। যশ রাজ ফিল্মসের এই ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।  ওই দিনই সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, “জানি দেরি আছে কিন্তু দিনটা যেন সবার মনে থাকে। ২৫ জানুয়ারি ২০২৩, দেখা হচ্ছে সবার সঙ্গে”।

ছবিটি মুক্তি পাবার ঘোষণা হওয়ার পরপরই দর্শকদের মধ্যে সৃষ্টি হয়েছে উন্মাদনা। শাহরুখ খান ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) সহ আরো নামিদামি অনেক তারকা।

প্রচার হয়েছে এটাই নাকি যশরাজ ফিল্মস- এর সব চেয়ে বেশি বাজেটের সিনেমা। পাঠান সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম। এর জন্য তিনি পারিশ্রমিক পেয়েছেন ২০ কোটি টাকা। নায়িকা দীপিকা পাডুকোন নিয়েছেন ১৫ কোটি টাকা। আর শাহরুখ খান নিয়েছেন ১০০ কোটি টাকা।

এই সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০২১ সালের নভেম্বর মাসে। করোনার কারণে শুটিং এগুতে পারেনি। আবার তার ছেলে আরিয়ান মাদক কান্ডে জড়িয়ে পড়ায় কিছুদিন এই সিনেমার শুটিং বন্ধ ছিল। শেষ অবদি স্পেনে শুটিং শেষ করে শাহরুখ দীপিকা জুটি ফিরে এসেছেন।

সব মিলিয়ে একথা এখন পরিষ্কার যে, প্রতিক্ষার পালা শেষ। ২৫ জানুয়ারি ২০২৩ তারিখেই দর্শকদের বিনোদন দিবে পাঠান শাহরুখ খান।

বি//দৈনিক দেশতথ্য//৪ নভেম্বর, ২০২২//