Print Date & Time : 5 July 2025 Saturday 8:09 am

জান্নাতুল মাওয়া বালিকা মাদরাসার হেফজ সমাপনী অনুষ্ঠিত

কুষ্টিয়া:জান্নাতুল মাওয়া আদর্শ বালিকা হাফিজিয়া মাদরাসার ৩য় হিফজ সমাপনী অনুষ্ঠান গতকাল সকালে কুষ্টিয়া সরকারী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মোঃ হাসানুজ্জামান এর সার্বিক উপস্থাপনায় উক্তমহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ শওকত আলী।

প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ তারিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন কোর্টপাড়া কলেজ মোড় জামে মসজিদের খতিব মাওঃ মোঃ মঈনুল হক আহছানী, কুষ্টিয়া সরকারী কলেজ জামে মসজিদের নতুন ইমাম হাফেজ মাওঃ মোঃ আহসানুর রহমান ও হাফেজ মোঃ নুরুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে ২ জন ছাত্রী পবিত্র কুরআন শরীফ হেফজ সমাপ্ত করায় তাদেরকে বিভিন্ন উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন যে, পবিত্র কুরআন শরীফ হচ্ছে মহান আল্লাহ পাকের পাঠানো বাণী বা ঐশী গ্রন্থ। এটি যিনি হেফজ করতে পেরেছেন তার মতো সৌভাগ্যবান ব্যক্তি আর কে হতে পারে? তার মা বাবা তার জন্য গর্ব করতে পারেন। আমি আশা করি যে, শুধুমাত্র হেফজ নয়, এই মহামূল্যবান কিতাব নিয়মিত তেলাওয়াত করতে হবে। এর অর্থ, শানে নজুল, ব্যাক্ষা শিখতে হবে এবং অপরের নিকট পৌঁছে দিতে হবে। তবেই এর স্বার্থকতা বুঝে আসবে। এছাড়া অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্রীগণ বিভিন্ন বিষয় উপস্থাপনা করেন।

দৈনিক দেশতথ্য//এল//