মৌলভীবাজার জেলা জামায়াতের ৫নেতাকর্মীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।
শনিবার(৯ সেপ্টেম্বর ) রাতে এক বিবৃতিতে তিনি বলেন, ৭ সেপ্টেম্বর রাতে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল চলাকালীন এক বাসা থেকে মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সেক্রেটারি ইয়ামির আলী ও সদর উপজেলা আমীর ফখরুল ইসলামসহ ৫ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ও ছিল না। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটি বৈধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেপ্তার চরম অন্যায়, অনাকাক্সিক্ষত ও অনভিপ্রেত। আমি এই গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে তিনি আরও বলেন, সরকার কোনো দলকেই তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দিচ্ছে না। সরকার জামায়াতে ইসলামীর হাজার হাজার নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে নির্যাতন চালাচ্ছে। জুলুম-নির্যাতন সত্ত্বেও জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিকভাবে তার স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দেশের সংবিধান প্রত্যেক রাজনৈতিক দলকেই তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার অধিকার দিয়েছে। এ অধিকার থেকে বঞ্চিত করার এখতিয়ার কারো নেই। গায়ের জোরে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। অতীতে রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেফতার করে জনগণের ন্যায়সংগত অধিকার আদায়ের কোনো আন্দোলনকে দমন করা যায়নি। ভবিষ্যতেও যাবে না ইনশা-আল্লাহ।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post