সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা শুরু করেছে জামায়াতে ইসলামী! নীলফামারীর তিনটি আসন থেকে দলীয় প্রার্থীদের একটি তালিকা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক ছড়িয়ে পড়েছে। তবে এটি চুড়ান্ত বলে দাবি করছেন জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা।
দলীয় সুত্রে জানা যায়, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে দলের জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-২ (নীলফামারী সদর) আসনে দলের জেলা নায়েবে আমির ড. মো. খায়রুল আনাম, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে দলের সৈয়দপুর উপজেলা আমির হাফেজ আব্দুল মুনতাকিম প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং নীলফামারী-৪ (জলঢাকা) আসনের প্রার্থী এখনো চুড়ান্ত হয়নি হলে জানানো হবে।
গত শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে প্রকাশ করা হয় তালিকাটি। এরপর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় শুরু হয়। দলটি ‘‘নির্বাচন কমিশন (ইসি’’ নিবন্ধন বাতিল করা হয়েছে। এরপরও সারাদেশের ন্যায় নীলফামারীতে তিনটি আসনে প্রার্থী চুড়ান্ত করছে।
এ বিষয়ে জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার সত্যতা নিশ্চিত করে বলেন। দলীয় নিবন্ধন না থাকায় আপাতত স্বতন্ত্রভাবে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছে কেন্দ্রীয় সংগঠন ও জেলা সংগঠন। নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানান তিনি।
তবে, এ বিষয়ে আওয়ামীলীগের একাধিক নেতা-কর্মীর সাথে কথা বললে তারা জানান, বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি তবে কতটুকু সত্য তা জানিনা। তাছাড়া দলটির নিবন্ধনও নাই। যদি তারা কোনো ধরনের পায়তারা সৃষ্টি করার চেষ্টা করে সাংগঠনিকভাবে মোকাবিলা করবে আওয়ামী লীগ।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৫,২০২২//