Print Date & Time : 26 August 2025 Tuesday 12:17 am

জামালগঞ্জে পদক্ষেপ এনজিও’র ত্রাণ বিতরণ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বন্যার্ত জনসাধারনকে ত্রাণ সহায়তা দিয়েছে স্বেচ্ছাসেবী এনজিও সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র।

বুধবার (২৯ জুন) জামালগঞ্জ উপজেলা সদরস্থ কার্যালয় প্রাঙ্গনে,পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে ও পিকেএসএফ এর অর্থায়নে দিনব্যাপি বন্যার্ত নারী পুরুষের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরন করা হয়।

সংস্থার মাঠ পর্যায়ে সনাক্তকৃত ক্ষতিগ্রস্থ ৫ শত পরিবারগুলোর মাঝে চাল,ডাল,আলু ও সোয়াবিন সমেত ত্রাণসামগ্রীর প্যাকেট আনুষ্ঠানিকভাবে বিতরন  করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব।

এসময় জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, পদক্ষেপ এনজিও’র সিনিয়র সহকারী পরিচালক আবুল বাশার, সহকারী পরিচালক ও জোনাল ম্যানাজার রফিকুল ইসলাম, সুনামগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার ও সিনিয়র ব্যাবস্থাপক গোলাম এহিয়া, সিনিয়র অফিসার খান গোলাম মোস্তফা, শামীম মিয়া,পদক্ষেপ সদর ব্রাঞ্চের ম্যানাজার কামরুজ্জামান, জামালগঞ্জ উপজেলা ব্রাঞ্চ ম্যানাজার রহমত আলী ও সহকারী ব্রাঞ্চ ম্যানাজার আব্দুল কাদির, সুরমা ব্রাঞ্চের ম্যানাজার বাদল হোসেন, এসডিও জাহিদুল ইসলাম, ইডিও সোহেল খান, পদক্ষেপ এর স্বাস্থ্য কর্মকর্তা সনেট রায় ও দিপংকর মালাকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

পদক্ষেপ সুনামগঞ্জ এরিয়ার সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার গোলাম এহিয়া বলেন, ১৯৮৬ সালে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা থেকে পদক্ষেপ এর কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে দুর্যোগ মোকাবেলা,স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, কমিউনিটি উন্নয়ন কার্যক্রম, ঋণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে এই সংস্থাটি। সর্বশেষ জুন মাসের কর্মব্যস্ততার মধ্যেও চলমান বন্যায় ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জ পৌরসভায় ৫০০,সুরমা ইউনিয়নে ৭০০ ও জামালগঞ্জ উপজেলায় ৫০০ পরিবারকে আমরা ত্রাণ সহায়তা দিয়েছি। সিলেট এরিয়ার এরিয়া ম্যানাজার ও সিনিয়র ব্যবস্থাপক মজিবুল হক জানান, বন্যায় ক্ষতিগ্রস্থ সিলেট বিভাগের মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলায় মোট ৩ হাজর ৯শ’ পরিবারকে প্রথম দফায় ত্রাণ সহায়তা দিতে যাচ্ছে সংস্থাটি। পরবর্তীতে ত্রাণ সহায়তা বৃদ্ধি করা যেতে পারে।  

আর//দৈনিক দেশতথ্য//৩০ জুন-২০২২//