রোমান আহমেদ, জামালপুর : জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে মাহতাবুল রহমান বাবু নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ঐ কলেজছাত্র পলবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমলের ছোট ছেলে।
স্থানীয়সূত্রে জানা যায়, দুপুরের দিকে মাহতাবুল রহমান বাবু তার বাড়ি থেকে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিলোনা।
ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার খাইরুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ডুবুরী দল গিয়ে উদ্ধার কাজ শুরু করব। উদ্ধার কাজ চলমান রয়েছে।
জামাল, ২৮ এপ্রিল,২০২২

Discussion about this post