রোমান আহমেদ, জামালপুর: জামালপুরের মেলান্দহে জিনাই ব্রিজ ব্রম্মপুত্র নদীতে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে হুমকির মুখে পড়ছে নদীর তীরবর্তী ফসলি জমি।জানা যায়, জিয়া নামে এক আওয়ামী লীগের নেতা বালু তোলার কাজে যুক্ত। প্রশাসনের সাথে কথা বলে এখান থেকে মাটি কাটা হচ্ছে, আমাদের জমি থেকে বালু উত্তোলন করছি কাউকে কোনো কিছু বলতে হবে না। জিয়া মেলান্দহ উপজেলার চরপলিশা গ্রামের টগু মন্ডলের ছেলে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ব্যক্তি জানান, উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় আইনের তোয়াক্কা না করে জোরপূর্বক নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় আমাদের আবাদি জমি ও ঘরবাড়ি ধসে যাচ্ছে। প্রতিবাদ করতে গেলে তারা নানা হুমকি-ধামকি দিচ্ছেন বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই, এ বিষয়ে অভিযোগ পাইনি, তবে কেউ যদি অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে তাহলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক দেশতথ্য//এল//