জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে।
ট্রাক ও গ্রামীণ ফোন কোম্পানির পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয় এতে পিকআপের ড্রাইভারসহ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
রোববার (৯ এপ্রিল) ভোর সকাল সাড়ে ৬ টা দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কে বেতমারী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, জামালপুর সদরের বিয়ারা পলাশতলা এলাকার মৃত আব্দুল করিমের ছেলে শাহ্ আলম (৩৫), সদরের শ্রীপুর ইউনিয়নের ফতেহপুর এলাকার হানিফ উদ্দিনের ছেলে কাজল (৩৫), ও কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেল বাড়ি এলাকার নারায়ণ চন্দ্র বর্মনের ছেলে চঞ্চল বর্মন (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মালঞ্চ (বেতমারী) এলাকার ভোর সকালে সাড়ে ৬টা দিকে দেওয়ানগঞ্জ গামী ট্রাক ও জামালপুর শহর গামী গ্রামীণ ফোন কোম্পানির পিকআপ ভ্যানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানে থাকা ড্রাইভারসহ তিন জনের মৃত্যু হয়। রাত তিনটার দিকে দেওয়ানগঞ্জে গ্রামীণফোন টাওয়ারের কাজ করে সকাল ৬ সাড়ে দিকে জামালপুর শহরের গ্রামীণফোন অফিসে যাচ্ছিলেন তাঁরা।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ট্রাক–পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৯ এপ্রিল ২০২৩

Discussion about this post