রোমান আআহমেদ, জামালপুরঃ জামালপুরের মেলান্দহে মালঞ্চ বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় ভুষ্মিভূত হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত দেড়টার দিকে মেলান্দহে মালঞ্চ বাজারের মুক্তিযোদ্ধা আঃ করিম মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে করে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, বাজারে মধ্যরাতে আগুনে লাগে। এতে তিনটি ঔষধের দোকান, একটি কাপড়ের দোকান, দুইটি গ্যাস সিলিন্ডারের দোকান, সুতার দোকান, সেলুন ও একাধিক মুদির দোকানসহ অন্তত ১৬টি দোকান ভুষ্মিভুত হয়।
বাজারে থাকা নৈশপ্রহরী ও উপস্থিত লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে পুড়ে যাওয়া দোকানের মালিক মজনু মিয়া বলেন, রাত সাড়ে ১০টার পরে দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে শুয়ে পড়েছি। মাঝ রাতে খবর পেয়ে শুনি বাজারে আগুন লেগেছে। বাড়ি থেকে আসতে না আসতেই ততক্ষণে আমার দোকানের সব পুড়ে ছাই হয়ে গেছে। ষোল বছর ব্যবসা করে যা করেছিলাম সব শেষ হয়ে গেল।
মেলান্দহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে জামালপুর এবং মেলান্দহ স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ব্যাবসায়ীদের সব মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য// এপ্রিল ১৯,২০২২//

Discussion about this post