রোমান আহমেদ, জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জে অটোরিক্সা উল্টে আড়াই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নের পাথরের চর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু শাহিন মিয়া বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় সোনাপাড়া এলাকার আবু রায়হানের ছেলে।সানন্দবাড়ি তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. জোয়াহের জানান, আজ সকালে আবু রায়হান তার স্ত্রী ও সন্তানকে নিয়ে সিএনজি চালিত অটোরিকশা করে কুড়িগ্রাম যাচ্ছিলেন। ডাংধরা ইউনিয়নের পাথরের চর ব্রিজ এলাকায় পৌছালে টোল আদায় করার জন্য দড়ি উঁচু করে ধরে গাড়ির গতিরোধ করার চেষ্টা করে এক লোক। কিন্তু গতি বেশি থাকায় দড়ির সাথে পেচিয়ে অটোরিক্সটি উল্টে যায়। ঘটনাস্থলেই শাহিন মিয়া নিহত হয়।
দৈনিক দেশতথ্য//এল//