Print Date & Time : 7 July 2025 Monday 2:44 am

জামালপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রোমান আহমেদ, জামালপুর :জামালপুর শহরের চাপাতলা ঘাট এলাকায় সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ  অভিযান পরিচালনা করেছে জামালপুর পৌরসভা। আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা।

রবিবার (২২ জানুয়ারি) দুপুরে কয়েকটি ব্যাবসায়ী প্রতিষ্ঠানে এ উচ্ছেদ অভিযান চালায়।

ভুক্তভোগী  ব্যবসায়ী মালিকদের দাবি, উচ্ছেদকৃত জায়গা অবৈধ না এমনকি জামালপুর পৌরসভার না। শেরপুর জেলার অর্ন্তভুক্ত। আমাদের ক্রয়কৃত জায়গা অবৈধভাবে উচ্ছেদ করায় বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির শিকার হয়েছি।

জামালপুর পৌরসভা মেয়র ছানোয়ার হোসেন ছানু বলেন, শহরের যানজট নিরসনে ব্রহ্মপুত্র পাড়ে বাইপাস সড়কের লিংক রোডের সড়ক প্রশস্ত করার জন্য সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। চলমান অভিযানের এরই অংশ হিসেবে আজ রোববার তমালতলা ও চাপাতলা ঘাটে উচ্ছেদ অভিযান করা হয়।

তিনি আরো বলেন, জনস্বার্থে এ উচ্ছেদ অভিযান করেছি। আদালতে মামলা বিচারাধীন থাকলে আইনিভাবে মোকাবেলা করা হবে তিনি জানান।

ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, জায়গাটি জামালপুর পৌরসভার নয়,শেরপুর জেলার অন্তর্ভুক্ত। কোন নোটিশ না দিয়েই জামালপুর পৌরসভা উচ্ছেদ অভিযান চালায়। এই জায়গার দলিল রয়েছে। রেকর্ড ও খারিজও হয়েছে। নিয়মিত ভূমি কর( খাজনা) দিয়ে আসছি। জেলা প্রশাসক,অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি,উপজেলা ভূমি কর্মকর্তা ও জামালপুর পৌরসভার মেয়রকে বিবাদী করে শেরপুরে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বিচারাধীন। কোন নিয়মনীতি আইনের তোয়াক্কা না করে জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু উচ্ছেদ অভিযান চালিয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//