জামালপুরের ঝিনাই ব্রিজ এলাকা শুক্রবার সকাল সাড়ে ১১টায় জিহিন খাতুন (১৮) নামের এক যুবতীর ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ।
নিহত জিহিন মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের চরপলিশা উত্তরপাড়া গ্রামের মো. জিন্নাহ মন্ডলের মেয়ে। সে সাধুপুর জেএম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা বলছে, ভাইয়ের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছে ওই যুবতী। অপরদিকে পরিবারের দাবি সেবেশ কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছে। জিহিন খুব ভোরে বাড়ি থেকে বের হয়েছিল। এর কিছুক্ষণ পরই বাড়ির অদূরে ঝিনাই ব্রিজ এলাকায় রেল লাইনের উপর তার লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
এলাকার অনেকেই বলেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মাদকাসক্ত আনিস তার বোন জিহিনের কাছে তার মার রেখে যাওয়া ট্রাংকের চাবি দিতে বলে। চাবি না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তার ভাই জিহিনকে বেদম মারধর করে। ভাইয়ের হাতে মার খেয়ে রাগে ক্ষোভে রাতেই বাড়ি থেকে বের হয়ে যায় জিহিন। সকালে ঝিনাই ব্রিজ এলাকায় তার ট্রেনে কাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা জিআরপি থানায় খবর দেয়। জামালপুর জিআরপি থানার এসআই মিলন জানিয়েছে, সকালে ঢাকাগামী আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবতীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//১১ মার্চ, ২০২২//

Discussion about this post