রোমান আহমেদ, জামালপুর: জামালপুরে শেরপুর ও রাজশাহীতে কৃষকদের আত্মহত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী কৃষকদল।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে শফিমিয়ার বাজার এলাকায় ল জেলা বিএনপির দলীয় কার্যালয়ের এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
জামালপুর জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সালেহীন মাসুদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম ছাত্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক সরকার সুলতান আহমেদ বাদশা ও পৌর কৃষকদলের আহ্বায়ক সালেহীন শাহীন প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এল//