রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি ।। জামালপুরে খোরশেদা বেগম (৬০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বজনদের বিরুদ্ধে। সে ঔই এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার তেতুলিয়া এলাকায় নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সোমবার রাতে ঘরে ঢুকে খোরশেদাকে শ্বাসরোধে হত্যা করেন নিজের ছোট ভাই শাহীন, ফকির চাঁনসহ স্বজনরা। পরে ভোরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জামালপুর থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, খোরশেদার বাবা ও স্বামীর বাড়ি পাশাপাশি। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে হত্যাকাণ্ড কে বা কারা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় নিহতের স্বামী নাজিম উদ্দিন ও ভাই শাহীনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য//১৩ সেপ্টেম্বর-২০২২