Print Date & Time : 14 May 2025 Wednesday 10:48 pm

জামালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রোমান আহমেদ, জামালপুর : জামালপুরের মেলান্দহে শিমলা আক্তার সাথী (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ ।

নিহতের বাবার বাড়িতে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে গৃহবধূ সিমলা আক্তার সাথী (১৯)।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে চরবাণীপাকুরিয়া ইউনিয়নের ভাবকি বেপারি পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধু ওই এলাকার শফিকুল ইসলামের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ শিমলা আক্তার সাথীর এক বছর আগে টগারচর এলাকায় বিয়ে হয়। সেই বাড়িতেই থাকতো বেশি সময়। স্বামী আব্দুল্লাহ বাবু রাজমিস্ত্রির কাজ করতো। স্বামীর বাড়ি থেকে দুই দিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন। শনিবার সকালে নিহতের মা তার রুমে গিয়ে দেখেন গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। পরে নিহতের মায়ের চিৎকারে স্থানীয়রা আসে। পরে মরদেহ নামিয়ে পুলিশকে খবর দেয়।

মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) জাহেদুল  ইসলাম এ ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//