রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে মুমূর্ষু এক রুগীর চিকিৎসা না দিয়ে জরুরি বিভাগ ত্যাগ করার অভিযোগ উঠেছে কর্তব্যরত এক চিকিৎসকের বিরুদ্ধে।
শনিবার (২৭মে) বিকালে ঘটনাটি ঘটে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
রুগীর স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক রুগী প্রেসার উঠে হঠাৎ ঘরের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথার পিছনের অংশে ফেটে যায়। পরে তাকে তার স্বজনরা চিকিৎসার জন্য মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। নিয়ে আসার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শিমুল তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা ব্যাবস্থা না দিয়ে রুগীর স্বজনদের সাথে খারাপ আচরণ করে কর্মস্থল থেকে চলে যান। পরে জরুরী বিভাগে থাকা শহিদুল ইসলাম তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে ভর্তি নেন।
রুগীর সাথে আসা তার স্বজন আজিজুল হাকিম বলেন, তর্ক-বির্তকের এক পর্যায় রুগীকে ভর্তি নিলেও নিচতলা থেকে চার তলায় নেয়ার কথা বলেন। কিন্তু নিচতলা থেকে চার তলা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় কষ্ট করে তিন চার জনে ধরাধরি করে উপরে নিয়ে যাই। একটা হুইলচেয়ার পযন্ত নেই ১০০ শর্য্যা হাসপাতালে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কর্মরত চিকিৎসক ডাঃ শিমুল বলেন, আমি রুগী দেখেছি এবং আমার সাথে থাকা উপ-সহকারী কমিউনিটি মেডিলেক অফিসার (এস এ সি এমও) শহিদুল ইসলাম কে বলি স্টিপ ও এন্টিবায়োটিক দিয়ে ভর্তি করেন আমি দুপুরের খানা খেয়ে এসে দেখবো।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সাইফুল ইসলাম জয় বলেন, বিষয়টি শুনেছি, ডাঃ শিমুল আমাকে বলেছেন রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ভর্তির কথা বললে রুগীর স্বজন রাগান্বিত হয়ে উচ্চ সরে আমার সাথে কথা বললে আমি উপ-সহকারী কমিউনিটি মেডিলেক অফিসার কে বলি আপনি ভর্তি নিন আমি দুপুরের খানা খেয়ে আসি। পরে আরো কুনো কথা কাটাকাটি হয়েছে কিনা আমি জানি না।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post