রোমান আহমেদ, জামালপুর: জামালপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি, হত্যার হুমকি ও ছাত্রদল নেতাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।আজ সোমবার (২৩ মে) দুপুরে শহরের মেশিনারিজ পট্টি থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে শহীদ হারুন সড়কে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খান। এ সময় অন্যদের মধ্যে মিছিলে অংশ নেন জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমরুজ্জামান দর্শন চৌধুরী, সহ-সভাপতি জাকির হোসেন জনি, সাইফুল ইসলাম, সাজ্জাদ হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মানিক, শহর ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বোরহান উদ্দিন, সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব, শহর ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান কায়সার প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post