Print Date & Time : 19 July 2025 Saturday 9:42 pm

জামালপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

জামালপুরে জমি নিয়ে বিরোধে সৎ ভাইয়ের ছুরির আঘাতে নিহত হয়েছে বড় ভাই। এ ঘটনায় সৎ মা ভাই ও বোনকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে জামালপুর সদরের কেন্দুয়ার দেওয়ানীপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রাফিক ইসলাম (৪০) ওই গ্রামের মৃত আজাদ শেখের সন্তান।

র‌্যাব ১৪’র স্কোয়াড কমান্ডার এম এম সবুজ রানা জানান, সম্পত্তি ভাগাভাগি নিয়ে সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সৎ ভাই মনজিল শেখ বড় ভাই রাফিক ইসলামকে ছুরি দিয়ে বুকে ও পিঠে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান রাফিক। ঘটনার পর  মনজিল শেখ, মা মঞ্জুয়ারা বেগম ও বোন ময়না বেগমকে আটক করে স্থানীয় জনতা। পরে র‌্যাব এসে তাদের গ্রেফতার করে।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৬,২০২২//