Print Date & Time : 21 August 2025 Thursday 2:01 pm

জামালপুরে জাতীয় বীমা দিবস পালিত

রোমান আহমেদ, জামালপুর : বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ( ১ মার্চ ) জেলা প্রশাসকের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সকাল ১০টায় র‍্যালিটি পুরাতন পৌরসভা গেট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব মোজাফফর হোসেন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোখলেছুর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম, ওসি তদন্ত দেলোয়ার হোসেন, জামালপুর বীমা সমিতির সভাপতি মোঃ আজিজুল হক, সাধারণ সম্পাদক জাওয়াহের আলী জুয়েল প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এল//