রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে।
বর্ষপূর্তি উপলক্ষে সোমবার (৫ডিসেম্বর) রাতে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে সংগঠনটির নেতৃবৃন্দ।
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলামে সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাধারণ সম্পাদক মেহেদী মাহমুদ খান শুভ্র।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার শোয়েব হোসেন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মুক্তা, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি তানভীর আহমেদ হীরা, মাই টিভির জেলা প্রতিনিধি শামীম আলম,৭১ টিভির জেলা প্রতিনিধি সুমন আনসারী, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি সাইমুম সাব্বির শোভন, বিজয় টিভির জেলা প্রতিনিধি জুয়েল রানা, মুভি বাংলার জেলা প্রতিনিধি মিঠু আহমেদ, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি শামীম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি দেলোয়ার হোসেন শান্ত, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল-আমিন,সদস্য রোমান আহমেদসহ সংগঠনটির সকল সদস্যরা।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post