Print Date & Time : 5 July 2025 Saturday 10:48 am

জামালপুরে ট্রাকচাপায় নিহত ১

রোমান আহমেদ, জামালপুর : জামালপুরে ট্রাকের চাপায় অটোবাইকের যাত্রী হাফিজুর রহমান (৪২) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকালে  জামালপুর-ময়মনসিংহ সড়কে নান্দিনা বানার এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে ।নিহত হাফিজুর সদর উপজেলার লক্ষীরচরের মৃত তৈয়ব আলীর ছেলে।  এ ঘটনায় আহত হয়েছে আরও ৪জন। আহতদের জামালপুর জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, নান্দিনা থেকে জামালপুরের দিকে আসা দ্রুতগতির বালুভর্তি ট্রাক অপরদিক থেকে আসা যাত্রীবাহী অটোবাইককে চাপা দেয়। হাফিজুর ঘটনাস্থলেই নিহত হয়। আরনান,লিটন,সুলতান ও লুচি নামে চারজন আহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, পুলিশ হাফিজুরের মৃতদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//