Print Date & Time : 20 August 2025 Wednesday 11:48 pm

জামালপুরে ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু


রোমান আহমেদ, জামালপুর
: জামালপুরের সরিষাবাড়িতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আবু সাঈদ (৮) নামে এক ছেলের মৃত্যু হয়েছে।

নিহত আবু সাঈদ উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরহাটবাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, রোববার সন্ধ্যায় শিশু আবু সাইদ বাউসী টু কেন্দুয়া প্রধান সড়ক দিয়ে নিজ বাড়িতে যাচ্ছিল। এমন সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আবু সাঈদকে সজোরে ধাক্কা দিলে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার পর থেকেই চালক পলাতক।

প্রত্যক্ষদর্শীরা জানান, চালক আহাদ আলী নিহত আবু সাঈদের আপন চাচাত ভাই। ঘটনার সময় গাড়িটি বেপরোয়াভাবে চালাচ্ছিল বলে জানান তারা।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর রকিবুল হক জানান, বিষয়টি একই পরিবারের মধ্যে হওয়ায় তাদের কোনো প্রকার অভিযোগ নেই। বিনা ময়না তদন্তে লাশের দাফন করতে চায় মর্মে আবেদন করেছে নিহতের পরিবার।

দৈনিক দেশতথ্য//এল//