Print Date & Time : 5 May 2025 Monday 10:21 pm

জামালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রেনে কাটা পড়ে মুর্শেদা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মার্চ) সকালে দেওয়ানগঞ্জ রেলওয়ের স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুর্শেদা বেগম উপজেলার পুরাতন ডাকাতিয়াপাড়ার মুকসেদ আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুর্শেদা বেগম দেওয়ানগঞ্জ স্টেশনে কমিউটার ট্রেন ছাড়ার সময় তিনি ট্রেনে উঠার চেষ্টাকালে পা পিছলে ট্রেনের নিচে চলে যায়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই হোসেন বলেন, মুর্শেদা অসুস্থ ছিলেন। ধীর গতিতে চলা ট্রেনে উঠতে গিয়ে তিনি কাটা পড়েন। এ বিষয়ে তাঁর স্বজনদের কোনো অভিযোগ নেই।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৭ মার্চ ২০২৩