Print Date & Time : 5 July 2025 Saturday 1:50 am

জামালপুরে নানা আয়োজনে নববর্ষ উদযাপন

রোমান আহমেদ, জামালপুর: জামালপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

সকালে পহেলা বৈশাখ উপলক্ষ্যে শহরের বকুলতলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন।

এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, স্থানীয় সরকারের উপ পরিচালক দিলরুবা আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আতিকুর রহমান, চলচ্চিত্র পরিচালক এস এ হক অলিক, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম প্রমুখ।
সবশেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

দৈনিক দেশতথ্য//এল//