Print Date & Time : 20 April 2025 Sunday 9:09 am

জামালপুরে নারীর মরদেহ উদ্ধার

জামালপুরের মেলান্দহে বিনা আক্তার (২২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ।মঙ্গলবার (১১ মে)  রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর কমিউনিটি ক্লিনিকের পাশ থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। 


মৃত বিনা আক্তার পূর্ব শ্যামপুর গ্রামের মৃত বাদশা মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত বিনা আক্তার স্বামী পরিত্যক্তা ছিলো।  মঙ্গলবার রাত ১১টা দিকে রাতের খাবার খেয়ে  ঘরে শুয়ে পড়ে বিনা।  রাত ১২টা দিকে বিনার ঘরে গিয়ে তার মা দেখেন বিনা ঘরে নেই। বিনাকে ঘরে না পেয়ে খোজাখুজি করতে থাকে বিনার পরিবারের লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ে পূর্ব শ্যামপুর কমিউনিটি ক্লিনিকের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনে। নিহত ওই নারীর মামতো বোন মিনারা বেগম বলেন, বাড়ির পাশের লোকজনের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো। এ নিয়ে বুধবার সারাদিন প্রতিক্ষের সাথে আমাদের সাথে ঝগড়া হয়।তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এ বিষয়ে জামালপুর সহকারী পুলিশ সুপার (মেলান্দহ – মাদারগঞ্জ সার্কেল) সজল কুমার সরকার বলেন, মৃত বিনার  গলায় ও ডান উড়ুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে এটি একটি পরিকল্পিত হত্যা বলে ধারনা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে হত্যার রহস্য।এ বিষয়ে মেলান্দহ থানায় মামলা দায়েরের ও প্রস্তুতি চলছে।

রিমন//দৈনিক দেশতথ্য//১১ মে-২০২২