রোমান আহমেদ, জামালপুর :নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জামালপুরে মানববন্ধন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এবং হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর জেলা শাখা
শনিবার (৫ মার্চ) সকাল ১১টায় শহরের দয়াময়ী চত্বরে ঘন্টাব্যপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সামাজিক আন্দোলনের জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা আমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুৃমন মাহমুদ, সাংবাদিক অ্যাডভোকেট ইউসুফ আলী, তৌফিকুল আলম শরিফ, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রমেন বনিক, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য সচিব আরজু আহম্মেদ, সদস্য মুর্শেদ ইকবাল, লিটন সরকার, আব্দুল খালেক, কৃষি শ্রমিক মুছা মিয়া প্রমুখ।মানববন্ধনে বিভিন্ন শ্রেণি, পেশার শতাধিক প্রতিনিধি অংশ নেন।
বক্তারা বলেন খাদ্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেলেও সরকারের দিক থেকে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না।বাণিজ্য মন্ত্রীর উদ্ভট বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বক্তার্ বলেন এসি রুমে বসে আপনি বাজারে খবর রাখেন না। বাজারে প্রবেশ করে দেখুন মানুষের মাঝে নাভিশ্বাস উঠেছি। সিন্ডিকেট ভাঙ্গুন নইলে বাজারে যে আগুন জ্বলছে তা মানুষের মনে ছড়িয়ে পড়লে তা কোনভাবেই নিভানো সম্ভব হবে না।
দৈনিক দেশতথ্য//এল//