রোমান আহমেদ, জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জে পানিতে ডুবে আয়াত (৩) ও সিনহা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) সকালে উপজেলার সানন্দবাড়ি মাস্টারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
মৃত দুই শিশু মাস্টারপাড়া গ্রামের মো.সুরুজ্জামানের মেয়ে আয়াত ৩) ও মোতালেব মিয়ার মেয়ে সিনহা (৪)।
স্থানীয়রা জানান, সকালে তারা একসাথে বাড়ির পাশে খেলছিলো। হঠাৎ তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর ডোবার পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখা যায়।
বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাব্বত কবির জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এবিষয়ে তাদের পরিবারের কোন অভিযোগ নেই। তাদের দাফনের প্রক্রিয়া চলছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post