রোমান আহমেদ, জামালপুর : জামালপুরের মেলান্দহে পানিতে ডুবে বিজয় নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (২৩ মে) মেলান্দহের দিলালেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার সোহেল মিয়া ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশুটির মা দুপুরে ধানের কাজ করতে যান। এ সুযোগে শিশুটি খেলতে গিয়ে বাড়ির পাশে একটি ডোবাতে পড়ে মৃত্যু হয়।ফুলকোচা ইউনিয়ন পরিষদের সদস্য উজ্জল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি খেলতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়। মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post