Print Date & Time : 11 May 2025 Sunday 6:43 am

জামালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে পানিতে ডুবে রাইসা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সূর্যনগর পূর্ব পাড়া গ্রামে এঘটনা ঘটেছে।

মৃত রাইসা আক্তার অই এলাকার ফরহাদ হোসেন রাজনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রাইসা আক্তার তার সঙ্গীদের নিয়ে বাড়ির পাশের একটি পুকুরের ধারে খেলতে যায়। খেলার সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায় সে। কিছক্ষণ পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাইসার মৃত্যু হয়।

ঘটনাটি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।