জামালপুর সদর উপজেলার ৪নং তুলশীরচর ইউনিয়নে ৩টি কেন্দ্রে চেয়ারম্যান পদের ফলাফল পরিবর্তনের প্রতিবাদে ও পুনঃনির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী।
শুক্রবার (১২নভেম্বর) বিকালে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এবিষয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোঃ মমিনুল হক মমিন।
মমিনুল হক মমিন তার লিখিত বক্তব্যে জানান,৩টি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও আওয়ামী লীগ মো.শহিদুল্লাহ ও তার কর্মীরা ব্যালট পেপারে সিল মেরে উপজেলার নির্বাচনী কন্ট্রোল রুমে জমা দেন। সে মোতাবেক তাকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
পশ্চিম টেবিরচর কেন্দ্রে মোট ভোট ২৮৩৯ এই কেন্দ্রে নৌকা মার্কায় দেখানো হয়েছে ২৭৯৯। এই কেন্দ্রে আমাকে ভোট শূন্য দেখানো হয়েছে। গজারিয়া স.প্রা.বি. কেন্দ্রে মোট ভোট ২৩২৭ নৌকায় দেখানো হয়েছে ২২১৫ ও আমাকে দেখানো হয়েছে ৪টি। টেবিরচর কেন্দ্রে মোট ভোট ২১৬২ নৌকায় দেখানো হয়েছে ২০৫৮টি আর আমার আনারস মার্কায় দেখানো হয়েছে ৮৩।
তিনি আরও জানান,অর্ধশতাধিক মৃত ব্যাক্তির ভোট প্রদান এবং অনেক বিদেশে অবস্থানরতদের ভোট প্রদান দেখানো হয়েছে।
নির্বচনের দিন পূর্ব টেবিরচর কেন্দ্রের মাঠে একটি বইয়ে নৌকা প্রতিকের সিলসহ ৪৪টি ব্যালট পেপার পাওয়া গেছে।
মমিনুল হক মমিন তার বক্তব্যে সাংবাদিকদের বলেন, তুলশীরচর ইউনিয়নে আমি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলাম গতকালকের নির্বাচনে ব্যাপক কারচুপি, জালিয়াতি ও কেন্দ্র দখল এবং ৩টি কেন্দ্রের ফলাফল পরিবর্তন করে পরাজিত দেখানো হয়েছে।
তিনি আরও বলেন,এই বিষয়ে খুব দ্রুতই অভিযোগ করবো এবং নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবো।
এই বিষয়ে রিটার্নিং অফিসারের মুঠো ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Discussion about this post