জামালপুরে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের মহেশপুর কালীবাড়ী গ্রাম থেকে জাহিদ (২৫) নামের এক যুবকের মরদেহ ও বকশীগঞ্জ উপজেলার আজমীরগঞ্জ দরবার শরীফ থেকে অজ্ঞাত এক যুবকের (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় দরবারের খাজা গরিবে নেওয়াজ হাফিজিয়া ও ক্যাডেট মাদ্রাসার পঞ্চম শ্রেণি কক্ষ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
জানা যায় , বাট্টাজোড় ইউনিয়নের দত্তেরচর এলাকায় অবস্থিত আজমীরগঞ্জ দরবার শরীফের ভেতরে হাফিজিয়া ও ক্যাডেট মাদ্রাসায় একটি শ্রেণি কক্ষে ঝুলন্ত মরদেহ দেখে দরবারের ভক্তরা থানা পুলিশকে খবর দেন। পরে সেখান থেকে ঘরের ধর্নার সঙ্গে রশিতে ঝুলে থাকা মরদেহটি উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, মৃত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্তের পর বলা যাবে।
অপরদিকে, সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের মহেশপুর কালীবাড়ী এলাকা থেকে জাহিদ নামে এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করা হয়। নিহত জাহিদ জামালপুর পৌরসভার নয়াপাড়া পাঁচরাস্তা গ্রামের মৃত জবেদ মিয়ার ছেলে। এ ঘটনায় মহেশপুর কালীবাড়ী এলাকার মৃত শাহেদ আলীর ছেলে সাজু মিয়াকে আটক করেছে পুলিশ।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, জাহিদ হত্যার ঘটনায় সাজু মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জবাই করে হত্যার কথা স্বীকার করেছেন। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, গত রমজান মাসে জাহিদ মিয়ার সঙ্গে সাজুর জেলখানায় পরিচয় হয়। সোমবার রাতে জাহিদ সাজুর বাড়িতে যান। রাতে দুজনে একসাথে নেশা করেন। পরে কোনো এক সময় ঘরেই জাহিদকে জবাই করে হত্যা করেন সাজু। সকাল ১১টার দিকে জাহিদের মরদেহ রাস্তার পাশে ফেলে যাওয়ার সময় স্থানীয় লোকজন সাজুকে আটক করে পুলিশে দেয়। উভয় মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৫,২০২২//