Print Date & Time : 6 July 2025 Sunday 12:08 am

জামালপুরে প্রাইভেট কারের চাপায় বৃদ্ধের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে প্রাইভেটকার চাপায় আব্দুল কুদ্দুস নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৫ নভেম্বর)  সকালে বকশীগঞ্জ পৌর শহরের কামারপট্টিমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ওই গাড়িটি হেফাজতে নিয়েছে হাইওয়ে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে  জানা যায়, সকালে কামারপট্টি এলাকার একটি দোকানে বসেছিলেন বৃদ্ধ কুদ্দুসসহ আরো কয়েকজন। এ সময় ওই রাস্তায় প্রাইভেটকার চালানো শিখছিলেন এক নারী। একপর্যায়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধ কুদ্দুসকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে গাড়িটি রেখে পালিয়ে যান ওই নারী চালক।

বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ হাইওয়ে থানার আতাউর রহমান বলেন, প্রাইভেটকারটি আটক করা হয়েছে। মালিকের সন্ধানও পাওয়া গেছে। এ ঘটনায় চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

বা// দৈনিক দেশতথ্য// ১৬ নভেম্বর//