রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ধানরোপন করতে গিয়ে বজ্রপাতে জাহিদুল (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের দক্ষিণ দামোদরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ওই গ্রামের হবিবর রহমানের ছেলে।
নিহতের বড় ভাই শেখ ফরিদ জানান, জাহিদুল সকালে বাড়ির পাশে কুলপাল চরে জমিতে ধান রোপন করতে যায়। সকাল ৮ টার দিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই সে ধান রোপন করছিলো। এ সময় বজ্রপাত হলে সে মাটিতে পড়ে যায়। অন্য কৃষকরা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
আর//দৈনিক দেশতথ্য//২৫ সেপ্টেম্বর-২০২২

Discussion about this post