Print Date & Time : 25 August 2025 Monday 4:40 am

জামালপুরে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত

জামালপুরে বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে সৌরভ হোসেন (৩৪) নামে কাভার্ডভ্যান চালরে মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১০ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ওই চালক ময়মনসিংহ শহরের কৃষ্টপুরের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বেপরোয়া গতিতে আসা ঢাকাগামী রাজিব এন্টারপ্রাইজের একটি বাস জামালপুরগামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালক নিহত হয়।

জামালপুর সদর থানার উপ-পরিদর্শক আঃ রাজ্জাক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের কাছে খবর পৌছানো হয়েছে। পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ১০,২০২৩//