রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে বিদ্যুতের ‘অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে’ অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।
বৃহস্পতিবার বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করে। এর আগে বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল জামালপুর বিদ্যুৎ অফিসের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিবুল আজাদ রুবেল এর কাছে স্মারকলিপি জমা দেন।
দলীয় সূত্র জানায়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির নেতাকর্মীরা বসাকপাড়ার সিএনবি মোড় থেকে মিছিল নিয়ে বিদ্যুৎ অফিসের যাওয়ার সময় পুলিশ সদরঘাট মসজিদ এলাকায় তাদেরকে বাঁধা দেয়। পরে সেখানেই অবস্থান নিয়ে তারা ১ ঘন্টার কর্মসূচি পালন করে ।
জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ ও জেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম নবাব প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে বিদ্যুৎতের অসহনীয় লোডশেডিং দেখা দিয়েছে। এই সরকার ঘরে ঘরে বিদুৎ দিবে বলে মানুষকে আশার বাণী শোনালেও আজ বিদুৎতের অসহনীয় লোডশেডিং। সরকার বিদ্যুৎসহ সকল ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন। তাই জণগন আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চাইনা। আগামীদিনে দূর্বার আন্দোনলের মাধ্যমে এই সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post