জামালপুরের মেলান্দহে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আনিস রহমান (৩৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম ঘোষেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনিস রহমান ওই এলাকার মোহাম্মদ কাফি মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে নিহত আনিস রহমান বোরো ধান খেতে পানি দিতে যায় সেচপাম্প দিয়ে। পরে বিকেল দিকে স্থানীয় এক ব্যক্তি সেচপাম্প ঘরে গিয়ে দেখেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আছে। তাঁর আত্মচিৎকারে লোকজন এগিয়ে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।
ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু ঘটনাটি নিশ্চিত করে জানান, বোরো ধান ক্ষেতে পানি দিতে গিয়ে সেচ পাম্প ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আনিস রহমানের মৃত্যু হয়।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ১৫,২০২২//