Print Date & Time : 11 May 2025 Sunday 9:00 am

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

রোমান আহমেদ, জামালপুর: জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক আকন্দ (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মে) সকালে ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা গ্রামে নিজ বাড়ির পাশে ধান ক্ষেতে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা গ্রামের মৃত বারী আকন্দের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালের দিকে কৃষক মানিক বাড়ির পাশে ধানের ক্ষেতে সেচ পাম্প দিয়ে পানি দিতে যায়। ওই সেচ পাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরুজ্জামান ।

দৈনিক দেশতথ্য//এল//