রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে সুবর্ণখালি নদী থেকে দুদু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজ সংলগ্ন নদীতে পড়ে তিনি মারা যান।
নিহত বৃদ্ধ একই ইউনিয়নের পশ্চিম রুদ্র বয়ড়া গ্রামের মৃত ইয়ারু শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুদু মিয়া ইতোপূর্বে তিনবার স্ট্রোক করেছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় লাঠি ভর দিয়ে চলাফেরা করতেন।
বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি পরিবারের অগোচরে বাড়ি থেকে বের হয়ে সুবর্ণখালি নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মুহাম্মদ মহব্বত কবির জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় বৃদ্ধের লাশ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//