Print Date & Time : 16 May 2025 Friday 8:17 am

জামালপুরে ভ্যানচালকের লাশ উদ্ধার

রোমান আহমেদ, জামালপুর: জামালপুরে শহিদুল ইসলাম (৪০) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (১০ এপ্রিল) সকালে সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাটিখোলা গ্রামের ঈদগাহ মাঠের পাশ থেকে ওই ভ্যানচালকের লাশটি উদ্ধার করা হয়।

নিহত ভ্যানচালক শাহবাজপুর ইউনিয়নের পক্ষীমারী গ্রামের মৃত আছর আলীর ছেলে। ওই ভ্যানচালক দুই ছেলে ও এক মেয়ের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঈদগাহ মাঠের পাশে গলায় রশি পেচানো অবস্থায় লাশটি দেখা যায়। পরে পুলিশকে খবর দেয় লোকজন।

নিহতের স্ত্রী রোকেয়া বেগম জানান, গতকাল সন্ধ্যায় বাড়িতে ইফতার দিয়ে তিনি ভ্যান নিয়ে বের হয়ে যান। রাতে আর ফিরে আসেন নি। সকালে ঈদগাহ মাঠের পাশে তার লাশ পড়ে থাকার খবর পাই। আমাদের ধারণা, কেউ তাকে হত্যা করে ভ্যানগাড়িটি ছিনিয়ে নিয়েছে।

সদর থানার এসআই রাসেল জানান, ঘটনাস্থলে লাশটি পড়ে থাকলেও ভ্যান গাড়িটি পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//