জামালুপরের মাদারঞ্জে অতিরিক্ত মদ্যপানে মোঃ ইমরান(৩৬) ও মোঃ হাফিজুর কসাই (৬০) নামে ২ জনের মৃত্যু হয়েছে। আরো দুইজনকে গুরুত্বর অসুস্থ অবস্থায় জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে মাদারগঞ্জ উপজেলায় তেঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোঃ ইমরান(৩৬) উপজেলার তেঘরিয়া গ্রামের আমিনুরের ছেলে ও মোঃ হাফিজুর কসাই (৬০) বালিজুড়ি পশ্চিম পাড়া এলাকার মৃত আব্দুল সোবাহানের ছেলে। অসুস্থ ব্যাক্তিরা হলেন উবায়দুর (৩২) ও রবিদাস (৩৪)।
জানা যায়, তারা চারজন এক সাথে গত রাতে তেঘোরিয়া এলাকায় মদ্যপান (অ্যালকোহল) পান করে। পরে যে যার বাড়িতে চলে যায়। নিহত দুইজন বাড়িতে গিয়ে অসুস্থ্য হয়ে মারা যায়। অপর দুই জন গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনের মৃত্যু নিশ্চিত করে এবং বাকি দুজনকে জামালপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এম. জেড. কাদির বলেন, নিহতের স্বজনেরা দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে এবং বাকি দুইজনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, ঘটনাটি শোনার সাথে সাথে রাত দুইটার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আজ দুপুর দুইটায় লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক তথ্য পাওয়া যাবে।
তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।