Print Date & Time : 11 May 2025 Sunday 3:37 am

জামালপুরে মায়ের হাতে প্রবাসীর শিশু মেয়ে খুন

জামালপুরের সরিষাবাড়িতে মায়ের হাতে মেয়ে মোহনা আক্তার (৭) খুন হয়েছে।

নিহত মোহনা আক্তার ওই এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ আলীর মেয়ে এবং চন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী।

রোববার (৩ জুলাই) সকালে ভাটারা ইউনিয়নের কুটুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়সুত্রে জানা যায়, নিহত মোহনার মা বেদেনা বেগম (২৫) মানসিক ভারসাম্যহীন। সকালে বেদেনা বেগম তার মেয়ে মোহনাকে ঘরে ডেকে নিয়ে হত্যা করে এবং নিজেই আশেপাশের সবাইকে ডেকে হত্যার কথা স্বীকার করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং এ ঘটনার সাথে জড়িত বেদেনা বেগমকে আটক করে নিয়ে যায় ।

সরিষাবাড়ি থানার এসআই মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আর//দৈনিক দেশতথ্য//৩ জুলাই-২০২২//