Print Date & Time : 6 September 2025 Saturday 2:34 pm

জামালপুরে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত

জামালপুর: জামালপুরে উজানের পাহাড়ী ঢল ও ভারী বর্ষনে যমুনাসহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যমুনার পানি শুক্রবার বিকালে বিপদসীমা অতিক্রম করেছে।
দেওয়ানগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার আব্দুল মান্নান জানান, গত ২৪ ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৬৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১১ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাহাদুরাবাদ নৌ থানার ওসি মিজানুর রহমান জানান, পাহাড়ী ঢলে ব্রক্ষপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় শুক্রবার ভোরে দেওয়ানগঞ্জ-খোলাবাড়ি সড়কের মন্ডল বাজার এলাকায় ভেঙ্গে উপজেলা সদরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় ইসলামপুর উপজেলার কুলকান্দি, বেলগাছা, পাথর্শী, নোয়ারপাড়া, চিনাডুলি ও সাপধরি ইউনিয়নের নিম্নাঞ্চলের পাট, সবজিসহ বিভিন্ন ফসল ডুবে গেছে।

জামালপুরের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।