জামালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যুব মহিলা লীগের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (০৬ জুলাই) সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোহাম্মদ বাকী-বিল্লাহ ও যুব মহিলা লীগের সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
পরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান শেষ করে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে জামালপুর পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।
জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা ও সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সদস্য বিজন কুমার চন্দ, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা, শহর যুব মহিলা লীগের সভাপতি সায়মা হামজা সিমি, সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মহসিনা মৌসুমী, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসী, জেলা যুব মহিলা লীগের সহ সভাপতি জেনিন তাসনিম জোনাকি, যুগ্ম-সাধারণ সম্পাদক সানজিদা আক্তার আঁখি প্রমূখ।
জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগ। তারই নির্দেশনায় যুব মহিলা লীগ সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ড প্রচারে কাজ করে যাচ্ছে।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৬,২০২২//

Discussion about this post