জামালপুরে অর্ধ বার্ষিক পরিক্ষার রেজাল্ট আনতে গিয়ে সড়ক দূর্ঘটনায় সমৃদ্ধি ধর প্রিয়ন্তী (৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ জুলাই) দুপুরে শহরের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সমৃদ্ধি বসাকপাড়া এলাকার সৌমিক কান্তি ধরের মেয়ে। সে ডলফিন বে কিন্ডার কেয়ার স্কুলের নার্সারির ছাত্রী ছিল।
জামালপুর থানার ওসি কাজী শাহনেওয়াজ ইমন জানান, দুপুর ১২ টার দিকে রেজাল্ট আনতে দাদির সঙ্গে স্কুলে যায় সমৃদ্ধি। রেজাল্ট নিয়ে সে সাড়ে ১২ টার দিকে স্কুলের সামনে শহরের প্রধান সড়ক পার হচ্ছিল। তখন একটি অটোবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত সমৃদ্ধিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৬,২০২২//