রোমান আহমেদ,জামালপুর : জামালপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে জামালপুর জেলা শ্রমিকদল।
রোববার (১ মে) দুপুরে শহরের শফিমিয়ার বাজার এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড শাহ ওয়ারেছ আলী জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে ও জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ সাহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মো. ওওয়ারেছ আলী মামুন।
তার বক্তব্যে বলেন, ঈদের পর ভোটারবিহীন অবৈধ সরকার পতন আন্দোলনে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।
এসময় ২০০জন হতদরিদ্রদের মাঝে ১প্যাকেট দুধ , ১ কেজি চিনি, ১কেজি পুলাউ চাউল, ১ কেজি সেমাই ও হাফ লিটার তৈল বিতরণ করা হয়।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post