Print Date & Time : 21 July 2025 Monday 4:10 am

জামালপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রোমান আহমেদ, জামালপুর : জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় কাউসার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো দুই জন।

সোমবার (২৫ অক্টোবর) জামালপুর দেওয়ানগঞ্জ মহাসড়কের ডেফলা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। কাউসার মেলান্দহ পৌরসভার কাজিপাড়া এলাকার মাসুদ মিয়ার ছেলে। আহতরা হলেন, মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি ওসমান গনি বিজয় পাশা (২৩) ও ছাত্রলীগের সদস্য জাহিদ হাসান (২৪)। তাদের দুজনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডেফলা ব্রীজ এলাকায় পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কাউসারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ময়নুল ইসলাম জানান, ডেফলা এলাকায় দুর্ঘটনার খবর শুনেছি তবে কেউ কোন অভিযোগ করেনি।