Print Date & Time : 10 May 2025 Saturday 3:55 pm

জামালপুরে সারের দাবিতে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ

জামালপুরে সারের দাবিতে দ্বিতীয় দিনেও কৃষকরা বিক্ষোভ করেছেন। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার নান্দিনা বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকরা।

এসময় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, নান্দিনা বাজারের বিসিআইসি ডিলার মেসার্স শাহজাহান এন্ড ব্রাদার্সের মালিক হায়দার আলী সোমবার সকালে ইউরিয়া সার বিক্রির ঘোষণা দেন। এ খবরে ইউরিয়া সার নেওয়ার জন্য সকাল থেকে নান্দিনা বাজারের ডিলার হায়দার আলীর গুদামের সামনে উপস্থিত হয় প্রায় কয়েকশ কৃষক। উপস্থিত কয়েকজন কৃষকের মাঝে প্রতিবস্তা সার ১ হাজার ১০০ টাকা দরে বিক্রির পর গুদাম বন্ধ করে দেয় ডিলার। এরপর সার না পেয়ে হট্টগোল শুরু করে বিক্ষুব্ধ কৃষকরা। এ সময় সারের দাবিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।

এদিকে খবর পেয়ে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন ও সদর থানা পুলিশ কৃষকদের সার দিবে বলে আশ্বস্ত করলে বিক্ষুব্ধ কৃষকরা সড়ক থেকে সরে যান। 

গোড়াকান্দা এলাকার কৃষক সুজন মিয়া জানান, গুদামে পর্যাপ্ত ইউরিয়া সার থাকার পরেও বিসিআইসির ডিলাররা সার না থাকার কথা বলে দোকান বন্ধ করে চলে যায়। সকাল থেকে লাইনে দাড়িয়ে থাকার পরও সার দিচ্ছেনা আমাদের। সময়মত খেতে সার না দিতে পারলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। 

মুদিরপাড়া এলাকার লোকমান হোসেন ও ফজলুল হক জানান, গতকাল যাদের সার দেয়া হয়েছে তাদের মধ্যে কয়েকজনকে আজও সার তাদেরকে দিয়েছে। অথচ আমরা সকাল থেকে দাড়িয়ে থাকার পরও সার পাচ্ছিনা।

সারের ডিলার হায়দার আলী জানান, সারের তেমন কোন সমস্যা নেই। কিন্তু কৃষকরা সার পাবেনা এমন মনে করে হট্টগোল শুরু করেন। পরে দোকান বন্ধ করতে বাধ্য হয়। তিনি আরও জানান, আমি সার পেয়েছিলাম ১৪০ বস্তা আর কৃষকরা উপস্থিত ছিল প্রায় হাজারের বেশি। কৃষকরা সমস্যা করেছিল পরে প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক ভাবেই সার বিতরণ পুনরায় শুরু করা হয়।

এব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান বলেন, সারের কোন ঘাটতি নেই। কিছু লোক উত্তেজিত হলে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। পরে নিজে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে সার বিতরণ করা হয় বলেও জানান তিনি।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ৫,২০২২//