Print Date & Time : 13 May 2025 Tuesday 7:08 am

জামালপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা: গ্রেফতার ১

রোমান আহমেদ, জামালপুর: জামালপুরের মেলান্দহে স্কুলছাত্রী আশামণি (১৬) আত্মহত্যার ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
শনিবার (১২ মার্চ) রাত ২টায় ময়মনসিংহের অষ্টধর ইউনিয়নের চরশশা এলাকা থেকে অভিযুক্ত ধর্ষক তামিম আহমেদ স্বপনকে গ্রেপ্তার করা হয়।সকালে র‍্যাব-১৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।স্বপন মেলান্দহের চর বসন্ত গ্রামের খোকা মিয়ার ছেলে। আত্মহননকারী ওই স্কুলছাত্রী শাহজাতপুর গ্রামের আবু মিয়ার মেয়ে। তিনি মালঞ্চ এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।শুক্রবার (১১ মার্চ) সকালে মেলান্দহের পৌর এলাকার শাহজাতপুর গ্রামের নিজবাড়ি থেকে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে মেলান্দহ থানা পুলিশ।আত্মহত্যার ঘটনায় গতকাল দুপুরে মেলান্দহ থানায় স্বপনকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার একটি মামলা করেন ওই ছাত্রীর বাবা। মামলার ১৪ ঘন্টার মধ্যেই তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রধান আসামি স্বপনকে গ্রেপ্তার করে র‍্যাব।জানা গেছে, আশামণি স্কুলে আসা যাওয়ার পথে স্বপন ও তার সঙ্গীরা উত্যক্ত করত। বৃহস্পতিবার (১০ মার্চ) তাকে নিয়ে একটি বাড়িতে নির্যাতন করে স্বপন। ধর্ষণের ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করে স্বপনের সঙ্গীরা। পরে ওই দিন সন্ধায় গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেন আশামণি।

দৈনিক দেশতথ্য//এল//