রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে আকলিমা খাতুন (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মে) সকালে উপজেলার চিকাজানি ইউনিয়নের নয়াগ্রাম স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
আকলিমা অই এলাকার মুল্লুক মিয়ার ছেলে হেলাল উদ্দিনের স্ত্রী ও বাহাদুরাবাদ ইউনিয়নের খুটার চর গ্রামের আলী হোসেন মেয়ে।
নিহতের মা বেহুলা বেগম জানান,৭ বছর পৃর্বে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাকে নির্যাতন করতো। নির্যাতন সহ্য করতে না পেরে আমাদের বাড়ীতে নিয়া যাই, বাড়ী থেকে ১১ দিন হলো তাকে ফুসলিয়ে এনে হত্যা করেছে, আমি বিচার চাই। তার একটি সন্তানও আছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্হলে এসে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post